1. »
  2. রাজনীতি

যুবদল নেতা মামুনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ০৭:০৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ০৭:০৭ পিএম

যুবদল নেতা মামুনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গ্রেপ্তার হয়ে কারাগারে হৃদরোগে আক্রান্ত নেত্রকোনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল মামুনের চিকিৎসায় দায়িত্ব নিলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। 

আজ মঙ্গলবার (অক্টোবর ০১'২০২৪) সন্ধায় মামুনের চিকিৎসায় নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমরা বিএনপি পরিবার- এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ।  

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের চিকিৎসা সহায়তা পেয়ে যুবদল নেতা মামুন আবেগ আপ্লূত হয়ে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।