1. »
  2. রাজনীতি

পাবনায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান

সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০২:২৮ পিএম | আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০২:২৯ পিএম

পাবনায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান

'বাংলাদেশ জাতীয়তাবাদী দল' বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে পাবনা জেলায় শহীদ জাহিদুল ইসলাম ও মাহবুব হাসান নিলয় এবং 'আহত' সাজ্জাদ হোসেন অনিক, আরাফাত ও মাহমুদুল হাসানের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রতিনিধি দল।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাবনা সদর উপজেলার হাজিরহাট বেতেপাড়ায় আনুষ্ঠানিকভাবে শোকাহত পরিবারগুলোর খোঁজ-খবর নিয়ে তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রতিনিধি দলটি।

...পাবনায় গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের পাশে তারেক রহমান

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান (শিমুল বিশ্বাস), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’- এর আহবায়ক ও সাংবাদিক আতিকুর রহমান রুমন, মৌলভীবাজার বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, পাবনা জেলা যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ স্থানীয় নেতৃবৃন্দ।