কানাডা থেকে ফিরেই বিমানবন্দরে আটক সুলতান মনসুর
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৩ এএম | আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৩ এএম
কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য সুলতান মোহাম্মদ মনসুরকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে কোথায় কী অভিযোগ আছে, তা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
সুলতান মনসুরের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই সুলতান মনসুর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলন শুরুর অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন।
উল্লেখ্য, সুলতান মনসুর ১৯৮৬ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এরপর ১৯৮৯ সালে ডাকসুর সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন তিনি।
আরও পড়ুন
- রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান
- ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়ল, জবাব চান জয়নুল আবদীন ফারুক
- লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
- প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব : গণতন্ত্র মঞ্চ
- নির্বাচন চ্যালেঞ্জিং হবে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুুতি নিতে হবে : দুদু
- দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ ভোট দেয়ার প্রতিক্ষায় আছে : কাইয়ুম চৌধুরী
- মুন্সিগঞ্জে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালা
- নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট : মির্জা ফখরুল