1. »
  2. রাজনীতি

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আখেরে ভালো হবে না : রিজভী

রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৮ পিএম | আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৮ পিএম

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আখেরে ভালো হবে না : রিজভী

ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহী জেলায় নিহত শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে আজ রবিবার সকালে শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ ও তাদেরকে অর্থিক অনুদান দেয় প্রতিনিধি দলটি।

রাজশাহী শহরের বাটার মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির কোষাধক্ষ্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আলমগীর কবীর, আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, মৌলভীবাজার বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, তাহলে আখেরে ভালো হবে না। এটা নেপাল-ভুটান না, এটা বাংলাদেশ।  তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না, এই বিষয়টি ড. ইউনূসকে স্মরণ রাখতে হবে। এই সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও অস্ত্র উদ্ধার করতে পারেনি। এগুলো এখনও যুবলীগ ও ছাত্রলীগের কাছে। এই অস্ত্র উদ্ধার করতে হবে। না হলে আবার অস্থিতিশীলতা তৈরি করা হবে। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নেতাকর্মীদের পাত্তা না দিয়ে শেখ হাসিনা ও তার বোন দুইজন পালিয়ে গেছেন ভারতে। শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে ঋণ নিয়েছেন। ঘনিষ্ঠজনদের সেই টাকা থেকে কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছেন বিদেশে রেখে আসার জন্য। বিপদে পড়লে যেন তিনি নিতে পারেন। যারা তার পক্ষে ছিল তাদের অবাধে লুটপাটের সুযোগ করে দিয়েছেন। সমাবেশের শেষে তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।