1. »
  2. রাজনীতি

রাজশাহীতে শহিদ পরিবারের পাশে তারেক রহমান

রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:০৫ পিএম | আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:০৮ পিএম

রাজশাহীতে শহিদ পরিবারের পাশে তারেক রহমান

ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহী জেলায় নিহত শহিদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রতিনিধি দল।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহিদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ ও তাদেরকে অর্থিক অনুদান দেয় প্রতিনিধি দলটি।

রাজশাহী শহরের বাটার মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও 'আমরা বিএনপি পরিবার'- এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বিএনপি’র কোষাধক্ষ্য ও ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আলমগীর কবীর, 'আমরা বিএনপি পরিবার'- এর আহবায়ক ও সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, মৌলভীবাজার বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও স্থানীয় নেতৃবৃন্দ।