অবশেষে কমলো সোনার দাম
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫০ এএম | আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫০ এএম
চলতি সেপ্টেম্বর মাসেই টানা চার দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বাজুসের চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভরিতে সর্বোচ্চ ১,২৬০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৭,৪৪৮ টাকা। যা ছিল এক লাখ ৩৮,৭০৮ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর, ২১ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৩৭,৪৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩১,১৯৬ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ১২,৪৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯২,২৮৬ টাকায় বিক্রি করা হবে।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২,০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,২৮৩ টাকা।
আরও পড়ুন
- বিশ্বব্যাংক থেকে ঋণ পেল বাংলাদেশ
- পেঁয়াজ ও আলুতে স্বস্তি, বেড়েছে মুরগি ও চালের দাম
- খাদ্যমূল্য বৃদ্ধি, টাকা ছাপানোয় আইএমএফের উদ্বেগ
- শিগগিরই চালু হচ্ছে ৬ চিনিকল : স্থগিতাদেশ প্রত্যাহার
- সবজিতে সয়লাব বাজার, তবুও অস্বস্তিতে ভোক্তারা
- আমদানি নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেট
- বাজার সিন্ডিকেটের কবজায় অন্তর্বর্তী সরকার
- বাজেট সহায়তা হিসেবে ৬০ কোটি ডলার দেবে এডিবি