খতিব নিয়ে বায়তুল মোকাররমে উত্তেজনা-সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:১০ পিএম | আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:১৯ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক থাকা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের ফিরে আসাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ শুক্রবার জুমার নামাজ শুরুর আগে এ ঘটনা ঘটে।
পলাতক থাকা বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয় বলে জানায় মুসল্লিরা। তাকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তারা।
মুসল্লিরা জানায়, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করেন। বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর সংঘর্ষের ঘটনা ঘটে।
মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়। দরজা-জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে মসজিদে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন।
আরও পড়ুন
- দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
- আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ ধাপ
- টঙ্গীর তুরাগ তীরে চলছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা
- চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মধ্যরাতে দেশ ছাড়ল টাইগাররা
- পবিত্র শবে বরাতে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের
- এজেন্সির গাফলতির কারণে কেউ হজে যেতে না পারলে ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা
- আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
- শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ