ট্রাক ড্রাইভার শহীদ নুরু ও রিক্সা চালক শহীদ ইমনের পরিবারের পাশে তারেক রহমান
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩২ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ২০২৪-এর গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুলিতে নিহত ট্রাক ড্রাইভার শহীদ নুরু বেপারী এবং রিক্সা চালক শহীদ ইমন-এর পরিবারকে সমোবেদনা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার।
আজ মঙ্গলবার সকালে (সেপ্টেম্বর ১০, ২০২৪) রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে মাতুইল উত্তরপাড়ায় শোকাহত সংশ্লিষ্ট দু’টি পরিবারের সাথে দেখা করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহাম্মেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন।
এদিকে আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি জামিল, সহ-সাংগঠনিক মিজানুর রহমান রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোহান, রুবেল পারভেজ, আফজাল, মিন্টু প্রমুখ।
এসময় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সম্প্রতি দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানে যারা অকাতরে জীবন দিয়েছে, সেই ছাত্র-জনতা এবং শ্রমজীবী মানুষের উল্লেখযোগ্য কয়েকজনের মধ্যে এই এলাকায় তিনজন যারা শহীদ হয়েছেন। তাদের মধ্যে- নুরু বেপারী ও ইমন এবং আসাদুল হক বাবু’র পরিবার এখানে উপস্থিত রয়েছেন, আমরা এই তিন শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।
এছাড়া বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, বিএনপি সবসময় আন্দোলনে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকবে এবং তাদের সকল দ্বায়িত্ব গ্রহণ করবে। ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়ার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন
- ফ্যাসিবাদের পক্ষে লিখলে আমরা সেই কলম ভেঙে দেব : হাসনাত আবদুল্লাহ
- প্লট দুর্নীতির ঘটনায় হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা
- বাতিল হলো পিএসসির ৬ সদস্যের নিয়োগ
- লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুতই উন্নতি হচ্ছে
- সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
- আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা : প্রধান উপদেষ্টা
- সীমান্তের ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না ভারত : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ক্লিনিক থেকেই দেশবাশীর খোঁজখবর জানতে চাইলন খালেদা জিয়া