সায়েন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৫৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৫৮ পিএম

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা কলেজের পাভেল নামের এক শিক্ষার্থীকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে তারা সংঘর্ষে জড়ান। এ ছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা আমরা জানার চেষ্টা করছি।’
ঘটনাস্থলে থাকা ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী বলেন, ‘দুপুর থেকে দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ চলছে। তবে কী কারণে এ সংঘর্ষ তা এখনো নিশ্চিত হতে পারিনি। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’
আরও পড়ুন
- আ'লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে মিছিল, কর্মসূচি ঘোষণা
- জাবিতে ২৮৯ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার, বরখাস্ত ৯ শিক্ষক
- ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর
- ধর্ষণের দ্রুততম বিচারের দাবিতে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ঢাবিতে আল্টিমেটাম
- স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ
- আজ থেকে দীর্ঘ ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান
- বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
- হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা