হতাহতের সংখ্যা জানতে হাসপাতাল ও কবরস্থানে চিঠি দেবে ট্রাইব্যুনাল
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩৬ পিএম | আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৫ পিএম
ছাত্র-জনতার ওপর গুলি, হত্যা, আহত-নিহতের তথ্য চেয়ে সারাদেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, কবরস্থানসহ সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে এ চিঠি দেওয়া হবে।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়টি জানিয়েছেন তদন্ত সংস্থার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগসহ তাদের সহযোগী সংগঠনের হাতে যারা নিহত হয়েছেন তাদের তথ্য সংগ্রহ করতে আমরা চিঠি ইস্যু করব। আজকে দুপুরে চিফ প্রসিকিউটরের সংবাদ সম্মেলনের পর থেকেই আমরা চিঠি দেওয়া শুরু করব।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামসহ চারজন প্রসিকিউর নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন গতকাল রোববার (৮ আগস্ট) থেকে।
আরও পড়ুন
- ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া-তারেক রহমানসহ সব আসামি খালাস
- ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিল শুনানির রায় আগামীকাল
- গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে নাশকতার মামলা থেকে অব্যাহতি
- গুমের মামলায় হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে করা ৪ মামলা বাতিলের রায় আপিলেও বহাল
- হাইকোর্টে এক নতুন অধ্যায়ের সূচনা