চলতি অর্থবছরে রফতানির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২.৪ শতাংশ : বাণিজ্য উপদেষ্টা
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:১০ পিএম | আপডেট: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:১০ পিএম
চলতি ২০২৪-২৫ অর্থবছরে রফতানি আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২ দশমিক ৪০ শতাংশ ধরা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অবস্থার পরিপ্রেক্ষিতটা পরিবর্তন হয়েছে। এ কারণে এবার রফতানি আয় আগের চেয়ে কমবে না। বরং বেশি হবে। আমেরিকাও সবদিক থেকে ইতিবাচক দৃষ্টি রাখবে।
আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।
আপনারা কি এই অর্থবছরের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, রফতানি নিয়ে কিছু কিছু তথ্যগত ইস্যু ছিল। আমরা এগুলো নিয়ে আলাপ করেছি। যারা যারা তথ্য সংগ্রহ করে, আমরা সবগুলো চালু রাখব। আমরা সবগুলো সমন্বয় করে সত্য চিত্র দেবো। এক একজন এক এক রকম তথ্য দেবে, সেটা হবে না। কিছুটা পার্থক্য থাকে, এটা স্বীকার করতে হবে। বিরাট অসঙ্গতি দূর করা হবে।
তিনি বলেন, রফতানির লক্ষ্যমাত্রা হবে যুক্তিসঙ্গত। বিভিন্ন কম্পোনেন্ট আছে রফতানির, এগুলো দেখব। বিভিন্ন পণ্য আছে, ওগুলো দেখব। আর রফতানির ক্ষেত্রে যেসব বাধা আছে রেগুলেটরি, ট্যাক্স সংক্রান্ত সেগুলো আমরা রিভিউ করব। রফতানি যেন ডাইভারসিফাইড (বহুমুখীকরণ) করা হয়, সেটা আমাদের লক্ষ্য।
রফতানি আয়ের ক্ষেত্রে আপনাদের প্রজেকশন কি? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা রিয়েলাইজ করেছি এটা (রফতানি প্রবৃদ্ধি) মোটামুটি ভালো হবে। অবস্থার প্রেক্ষিতটা চেঞ্জ হয়েছে, অতএব আগের থেকে কমবে না, আগের চেয়ে বেশি হবে।
আপনারা কি আমেরিকায় জিএসপি সুবিধা পাবেন এবার? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে বাণিজ্য উপদেষ্টা বলেন, জিএসপি সুবিধার জন্য এরই মধ্যে তাদের বলা হয়েছে। আমরা আবার চেষ্টা করব। আমরা আশা করি, আমেরিকা আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টি রাখবে সবদিক থেকে। অতএব জিএসপিটা পজিটিভ। আমরা অন্যদের সাথ আলাপ করছি রফতানির বিষয়ে।
চলতি অর্থবছরে রফতানি আয়ের প্রবৃদ্ধি কত হতে পারে? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সাহেলউদ্দিন আহমেদ বলেন, এবার রফতানি আয়ের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১২.৪ শতাংশ।
আরও পড়ুন
- সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই সংসদ নির্বাচন : প্রধান উপদেষ্টা
- ফ্যাসিবাদের পক্ষে লিখলে আমরা সেই কলম ভেঙে দেব : হাসনাত আবদুল্লাহ
- প্লট দুর্নীতির ঘটনায় হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা
- বাতিল হলো পিএসসির ৬ সদস্যের নিয়োগ
- লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুতই উন্নতি হচ্ছে
- সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
- আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা : প্রধান উপদেষ্টা
- সীমান্তের ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না ভারত : স্বরাষ্ট্র উপদেষ্টা