সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:২১ পিএম | আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:২৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছে।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ির তেঁতুলতলা এলাকায় সমুদ্র উপকূলে অবস্থিত এস এন করপোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডের পাম্প রুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় ১২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশের শারীরিক অবস্থা আশঙ্কাজন।
বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ কামাল উদ্দিন।
আহত ১২ জনের মধ্যে ৮ জনের নাম পাওয়া যায়। তারা হলেন, জাহাঙ্গীর (৪৮), আহমেদ উল্লাহ (৩৮), কাশেম (৩৯), শাওন (২০), আলামিন (২৩), কলিমুল (২১), হাবিব (৩৬), বাহার (২৭), এই ইয়ার্ডটি বিশিষ্ট শিল্পপতি শওকত আলী চৌধুরীর।
এস এন করপোরেশনের ম্যানেজার এডমিন ওমর ফারুক বলেন, আমরা পরিবেশের নিয়ম মেনেই জাহাজের কাটিং করি। কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্খিত। আহতদের সু-চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়রা বলেন, বেলা সড়ে ১১টার দিকে বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। স্থানীয় কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না ইয়ার্ড মালিকপক্ষ।
আরও পড়ুন
- ২০২৪ সালে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রেকর্ড
- যশোরে অ্যাম্বুল্যান্স-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
- গাজীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
- সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
- সেহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৬
- রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
- ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২