ইসরায়েল-হামাস যুদ্ধবিরতিতে ৯০ শতাংশ মতৈক্য : ব্লিংকেন
শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৩৪ পিএম | আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৩৪ পিএম
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, এখন যুদ্ধবিরতি নিয়ে পূর্ণ মতৈক্যে পৌঁছানোর পুরো দায় ইসরায়েল ও হামাসের। ব্লিংকেন দুই পক্ষকে অনুরোধ করেছেন, তারা যেন বাকি ১০ শতাংশ মতৈক্যে পৌঁছায় ও যুদ্ধবিরতি চুক্তি করে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৯০ শতাংশ মতৈক্য হয়ে গেছে। কিন্তু এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হ ওয়া বাকি আছে। তার যুক্তি, এটা এখন ইসরায়েল ও হামাসের দায়িত্ব মতৈক্যে পৌঁছানো, লড়াই বন্ধ করা এবং বন্দিদের মুক্তি দেয়া।
ব্লিংকেন বলেছেন, যে বিষয়ের এখনো ফয়সালা হয়নি, তার মধ্যে আছে ফিলাডেলফি করিডোর, যা গাজা ভূখণ্ড ও মিশরের সীমান্তে পড়ে। তাছাড়া কীভাবে পণবন্দি ও ইসারেয়েলের জেলে বন্দিরা মুক্তি পাবেন, সেটা নিয়েও বিরোধ রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, আমি আশা করছি, মধ্যস্থতাকারী মিশর ও কাতার আমাদের চিন্তাভাবনার কথা হামাসকে জানাবে। আমরা ইসরায়েলের সঙ্গে কথা বলব। তারপর আমরাও দেখব, কেমন করে বাকি বিষয়গুলি নিয়ে একমত হওয়া যায়।
তবে মার্কিন নিউজ চ্যানেল ফক্স-এর সঙ্গে সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এখনও চুক্তি হওয়ার মতো অবস্থা আসেনি।
আরও পড়ুন
- আমি নির্বাচনে পরাজয় মেনে নিচ্ছি, কিন্তু আমি লড়াই ছাড়ছি না : কমলা
- যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প : ফক্স নিউজ
- নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের বিশাল জয়
- ভোট শেষে চলছে গণনা, এগিয়ে ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত
- বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের 'কড়া সমালোচনা'
- ইসরায়েলি হামলায় গাজাজুড়ে নিহত ৯৫, লেবাননে আরও ৪৫