1. »
  2. সমগ্র দেশ

পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:০১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:০২ পিএম

পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল সোমবার রাতে ঘটনাস্থল থেকে কিছু দূরে খানপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় পদ্মা নদীর চর মাঝারদিয়াড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মৃতরা হলেন-মোহাম্মদ আলী (৩৮), রাজু আহম্মদে (২২), সবুজ হোসেন (২০) ও ফারুক হোসেন (১৯) ও তারা সবাই চর মাঝারদয়িাড় এলাকার বাসিন্দা বলে জানা যায়। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে নৌকায় করে ১৬ জন শ্রমিক পদ্মার চরে কাজে যান। পরে কাজ শেষে একটি ডিঙি নৌকা দিয়ে তারা বাড়িতে ফিরছিলেন। পথে চর মাজারদিয়াড় এলাকায় এসে নৌকাটি ডুবে যায়। এ সময় ১২ জন সাঁতার কেটে পাড়ে ওঠতে পারলেও বাকি চারজন তলিয়ে যান। পরে বিষয়টি রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা রাতে আর ঘটনাস্থলে যেতে পারেনি। 

পরে রোববার সকাল সাড়ে ৬টার দিকে তারা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে বেলা ১১টার দিকে অভিযান স্থগিত করে তারা। পরে সোমবার রাতে খানপুর চর সংলগ্ন নদীতে লাশগুলো ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করেন।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।