গাজী টায়ারসে আগুনের ঘটনায় নিখোঁজ ৯২
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০৩:৪৫ পিএম | আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০৩:৪৫ পিএম
গতকাল রোববার ভোরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী৷ এ সংবাদের পর বিকেলে একদল দুর্বৃত্ত গাজীর টায়ার প্রস্তুতকারী কারখানায় হামলা চালায়, লুটপাট শুরু করে৷ এ পর্যায়ে আগুন দেয় ভবনটিতে। দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় অন্তত ৯২ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
আজ সোমবার বেলা সোয়া ১টা পর্যন্ত ৯২ জন নিখোঁজের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (ঢাকা) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম।
তিনি গণমাধ্যমকে বলেন, আগুন দেওয়ার পর থেকে টানা ১৫ ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ারসার্ভিসের ১২টি ইউনিট।
তিনি বলেন, এখানে আসা অনেকেই দাবি করছেন তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন। আমরা তাদের একটি খসড়া তালিকা করেছি। এ মুহূর্তে তা যাচাই-বাছাইয়ের কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত এ তালিকা ৯২ জন পর্যন্ত হয়েছে।
কারখানাটির ছয়তলা একটি ভবনে এখনো আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
আরও পড়ুন
- ১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
- ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়কের পর রেল অবরোধ, ট্রেন যোগাযোগ বন্ধ নিজস্ব প্রতিবেদক
- রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
- গাজীপুরে আজও শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
- গাজীপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র
- মহাখালীতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ট্রেনে ঢিল, আহত নারী-শিশুসহ অনেকে
- চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে টিস্যু গুদামের আগুন
- বগুড়ায় মাটি-চুনাপাথর-সিমেন্ট দিয়ে ভেজাল সার তৈরি, কারখানা সিলগালা