রাওয়ালপিন্ডিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২২ জনের মৃত্যু
রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০৩:০২ পিএম | আপডেট: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০৩:০৩ পিএম
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২২ জন প্রাণ হারিয়েছেন। আহত এক ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি ৩০ জন যাত্রী নিয়ে হাভেলি কাহুতা থেকে রাওয়ালপিন্ডিতে যাওয়ার পথে পানা সেতুর কাছে দুর্ঘটনার কবলে পড়ে।
পাহাড়ি এলাকায় দুর্গম পথ পারি দেওয়ার সময় বাসটি খাদে পড়ে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে উদ্ধারকারীদের ধারণা। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
কাহুটার স্টেশন হাউস অফিসার (এসএইচও) মুহাম্মদ জাকা গণমাধ্যমে জানিয়েছেন, কাহুটার সীমানায় অবস্থিত আজাদ পত্তন রোডের কাছে এই দুর্ঘনা ঘটে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকর্মীরা, তারা মৃতদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এখনও নিহত সকলের পরিচয় শনাক্ত করতে পারেনি প্রশাসন। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকারি এক কর্মকর্তা জানিয়েছে আমরা কয়েকজনের পরিচয়ে শনাক্ত করতে পেরেছি। এমন মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরবিারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেছেন, ‘দুঃখের এই মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি আমার সহানুভূতি রয়েছে।’ এছাড়া দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনা করার উপর জোর দিয়েছেন আসিফ আলী জারদারি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজও তার শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন
- গ্রেফতারি পরোয়ানা জারি : একদিনেই ২৮০০ কোটি ডলার হারালেন আদানি
- উত্তর গাজায় ইসরায়েলি হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত
- লেবাননে সংঘাতে ২শ’র ও বেশি শিশু নিহত : ইউনিসেফ
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ১১১ জন নিহত
- ভারতের মণিপুর রাজ্যে ফের সহিংসতা, কারফিউ জারি
- ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত
- চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় ৩৫ জনের প্রাণহানি