মুশফিক-মিরাজের শতরানের জুটিতে লিডে বাংলাদেশ
শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ০৪:১০ পিএম | আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ০৪:১২ পিএম

মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে শতরানের জুটি গড়েছেন দুজন।
আজ শনিবার (২৪ আগস্ট) চতুর্থ দিনে মুশফিক-মিরাজের অবিচ্ছিন্ন ১১৮ রানের জুটিতে লিড নিশ্চিত হয় বাংলাদেশের।
এর আগে লিটন দাসের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েছিলেন মুশফিক। এই লিড নেওয়ার পথে ২১ বছর পর পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে শতক করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক।
এর আগে সাদমান ইসলাম (৯৩), লিটন দাস (৫৬) ও মুমিনুল হকের (৫০) অর্ধশতক করেন।
চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ১৩৭তম ওভারে লিড পায় টাইগাররা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
আরও পড়ুন
- বিশ্বচ্যাম্পিয়নদের গোল বন্যায় বিধ্বস্ত ব্রাজিল
- তামিমের হার্টে রিং পরানো হলো, অবস্থার একটু উন্নতি
- মেসিকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
- ম্যাচের ৯৯ মিনিটে ভিনির গোল, ব্রাজিলের রোমাঞ্চকর জয়
- দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, এয়ারপোর্টে সমর্থকদের ভিড়
- ১৭ মাস পর দলে ফিরে আবারো ইনজুরিতে ছিটকে গেলেন নেইমার
- চ্যাম্পিয়ন্স ট্রফি : ফাইনালে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
- মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিকুর রহিম