1. »
  2. আইন আদালত

শেখ হাসিনা ও বিচারপতি খায়রুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০৩:৪১ পিএম | আপডেট: বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০৩:৪১ পিএম

শেখ হাসিনা ও বিচারপতি খায়রুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর মিরপুরের র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

আজ বুধবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা। এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা হয়েছে শেখ হাসিনাসহ বেশ কয়েকজন মন্ত্রী এমপির নাম। তালিকায় রয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুর নামও।