সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০১:০০ পিএম | আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০৩:০০ পিএম
সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ সোমবার (১৯ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এ রুল জারি করেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীতে সংবিধানে কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনা হয়।
সংশোধনীতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। একইসঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। যদিও তাতে আরও দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রাখা যেতে পারে বলে সুপারিশও করা হয়। এ ছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।
আরও পড়ুন
- ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া-তারেক রহমানসহ সব আসামি খালাস
- ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিল শুনানির রায় আগামীকাল
- গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে নাশকতার মামলা থেকে অব্যাহতি
- গুমের মামলায় হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে করা ৪ মামলা বাতিলের রায় আপিলেও বহাল
- হাইকোর্টে এক নতুন অধ্যায়ের সূচনা