সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পরিবাররে ৪ জন নিহত
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ১২:৫৪ পিএম | আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ১২:৫৪ পিএম
সিরাজগঞ্জের ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এক পরিবারের চারজন নিহত হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালকও গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (১৯ আগষ্ট) ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫) তার স্ত্রী ময়না খাতুন (৬০) ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু জানান, ভোররাত তিনটার দিকে আমরা দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করি। প্রাইভেটকারটি ঢাকা থেকে আসার পথে ঘটনাস্থলে পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এরপর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেছি। আহত কার চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে হাটিকুমরুল গোলচত্বর হাইওয়ে থানা পুড়িয়ে দেওয়ার পর থেকেই মহাসড়কে দায়িত্বে নেই পুলিশ। ফলে দূর্ঘটনার পরপরই দ্রুত ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা এনেছি।
আরও পড়ুন
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
- গতবছর সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জনের প্রাণহানি
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- গ্যাস লাইনে বিস্ফোরণ: প্রকৌশলীসহ নিহত ৪
- এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫
- পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কা, ৩ কৃষক নিহত
- রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নিহত ২