কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০২:১১ পিএম | আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০২:১১ পিএম
কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৮ আগস্ট) ভোররাতে উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ সেগুন বাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় সেগুনবাগিচা এলাকার প্রবাসী সরোয়ার হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৪২), মেয়ে ময়না (১৩) ও নাতি তোহার (৮) মৃত্যু হয়।
মমতাজ বেগমের বোন শারমিনা বলেন, ‘ভোররাতে হঠাৎ বজ্রপাতের মতো বিকট শব্দ শুনতে পাই। পরে বোনের বসতঘরে গিয়ে দেখি, ইটের দেয়াল ও মাটিচাপা অবস্থায় বোন মমতাজ বেগমের শুধু চেহারা দেখা যায়। পরে স্থানীয়রা এসে আমার বোনসহ বোনের নাতি ও মেয়ের লাশ উদ্ধার করে।’
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বসতবাড়ির পেছনে বিশাল আকারের একটি পাহাড়ের একাংশ সেমিপাকা বসতঘরে আছড়ে পড়ে। ওই সময় ঘরের দেয়াল ও মাটিচাপা পড়ে ঘুমন্ত অবস্থায় দু’শিশুসহ এক নারীর মৃত্যু হয়।
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, পাহাড় ধসে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।
আরও পড়ুন
- হাসনাত-সারজিসকে হত্যাচেষ্ঠার অভিযোগে ঢাবিতে বিক্ষোভ
- পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২ ডিগ্রি
- ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম
- কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত বেড়ে ৭
- সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘মেগা মানডে’ : ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী
- পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রি, কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট
- বগুড়ায় কনসার্টে খুন : নয় জনের বিরুদ্ধে মামলা