1. »
  2. আন্তর্জাতিক

অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জাতিসংঘের

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ১২:০৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ১২:০৭ পিএম

অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জাতিসংঘের

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরা। এক বিবৃতিতে এ আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।

বিবৃতিতে বলা হয়, মহাসচিব অন্তর্বর্তী সরকারের সমর্থনে বাংলাদেশে শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। আগামী সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশব্যাপী নারী, যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। সহিংসতার সকল কর্মকাণ্ডের পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়েজনীয়তার উপর জোর দেয়ারও আহ্বান জানান তিনি। 

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তার অধীনে মোট ১৭ জন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। দেশে সার্বিকভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করার অঙ্গীকার করেছেন ইউনূস। তিনি দেশকে শিক্ষার্থীদের স্বপ্নানুযায়ী ঢেলে সাজাতে সহযোগিতা করার কথা জানিয়েছেন।