ছাত্রলীগের হামলায় ইডেনের ছাত্রফ্রন্ট নেতাকর্মী আহত
সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০৪:৫১ পিএম | আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০৬:০০ পিএম

ঢাকার ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের হামলায় সেখানকার ছাত্রফ্রন্ট সভাপতি শাহিনুর সুমিসহ অন্তত ৫-৭ জন আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ জানিয়েছেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজু ভাস্কর্যে তাদের কর্মসূচি ছিল। সেখানে ইডেন কলেজ থেকে তারা কয়েকজন আসার সময় ছাত্রলীগের ২০-৩০ জন এদের গায়ে গরম পানি ঢেলে দেয় ও মারপিট করে। এ সময় ছাত্রলীগের হামলায় সুমিসহ অনেকেই আহত হয়। তাদের মধ্যে সুমিকে চিকিৎসার জন্য দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে সুমির চিকিৎসা চলছে। এ ঘটনায় ছাত্রলীগের বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
- আ'লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে মিছিল, কর্মসূচি ঘোষণা
- জাবিতে ২৮৯ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার, বরখাস্ত ৯ শিক্ষক
- ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর
- ধর্ষণের দ্রুততম বিচারের দাবিতে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ঢাবিতে আল্টিমেটাম
- স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ
- আজ থেকে দীর্ঘ ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান
- বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
- হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা