বাংলা ব্লকেড
কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
বুধবার, ১০ জুলাই, ২০২৪ ১১:৫৮ এএম | আপডেট: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ১২:৪৫ পিএম

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল ১১ টার দিকে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেডের’ কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা।
এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
সকাল সাড়ে দশটায় ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুই শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীদের ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি কোটা বিরোধী স্লোগান দিতে দেখা যায়।
এর আগে গতকাল মঙ্গলবার বিকালে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ‘বুধবার সকাল-সন্ধ্যা সারাদেশে এই কর্মসূচি পালিত হবে।’
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন। সে অনুযায়ী গত রোববার ও সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এর একদিন পর আজ বুধবার আবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের সব গুরুত্বপূর্ণ স্থানে সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা।
আরও পড়ুন
- আ'লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে মিছিল, কর্মসূচি ঘোষণা
- জাবিতে ২৮৯ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার, বরখাস্ত ৯ শিক্ষক
- ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর
- ধর্ষণের দ্রুততম বিচারের দাবিতে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ঢাবিতে আল্টিমেটাম
- স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ
- আজ থেকে দীর্ঘ ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান
- বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
- হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা