ঢাবিতে ‘বাংলা ব্লকেডের’ কর্মসূচিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
বুধবার, ১০ জুলাই, ২০২৪ ১১:৩৪ এএম | আপডেট: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ১১:৫৯ এএম
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বাংলা ব্লকেডের’ কর্মসূচিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী আজ সারা দিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। পাশাপাশি হাইওয়ে এবং রেল ও সড়কপথ এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকালে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, ‘বুধবার সকাল-সন্ধ্যা সারাদেশে এই কর্মসূচি পালিত হবে।’
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গত শনিবার রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন। সে অনুযায়ী গত রোববার ও সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এর একদিন পর আজ বুধবার আবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের সব গুরুত্বপূর্ণ স্থানে সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা।
আরও পড়ুন
- এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল
- রাবিতে পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন
- ঢাবিতে পোষ্য ও খেলোয়াড় কোটা কেন বাতিল নয় : হাইকোর্ট
- প্রাথমিকে থাকছে না পোষ্য কোটা : উপদেষ্টা
- সংকট কাটিয়ে সম্ভাবনার নতুন স্বপ্ন রাকসু ঘিরে
- ৪৭ বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর, শূন্যপদ ৩৬৮৮
- বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
- ৫ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন