বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ১২:৪৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ১২:৪৬ পিএম

বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়া সদরের বনানী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন।
আজ মঙ্গলবার (৯ জুলাই) ভোরের দেক এই দুর্ঘটনা ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ওসি শহিদুল হক এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন ও বরিশালের হিজলা এলাকার হৃদয়। যার পরিচয় পাওয়া যায়নি তিনি একজন অজ্ঞাতনামা নারী। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাজাহানপুর থানার ওসি শহিদুল হক জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাতনামা এক মহিলার মৃত্যু হয়।
পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি আছে ৭ জন।
আরও পড়ুন
- ২০২৪ সালে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রেকর্ড
- যশোরে অ্যাম্বুল্যান্স-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
- গাজীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
- সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
- সেহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৬
- রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
- ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২