মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা
রবিবার, ৭ জুলাই, ২০২৪ ০৫:৩৭ পিএম | আপডেট: রবিবার, ৭ জুলাই, ২০২৪ ০৫:৩৭ পিএম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম সুমন হালদারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।
আজ রোববার দুপুরে উপজেলার পাঁচগাও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ গুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ কাউসার হালদার (৪৫), শেখ নুর হালদার (৪৮) ও নুর হোসেন হালদার (৪০) নামে তিনজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীর ও পুলিশ জানায়, সকাল ১০টা থেকে পাঁচগাও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। এতে ইউপি চেয়ারম্যান সুমন ৯ ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেয়। এতে পরাজিত সভাপতি প্রার্থী মিলেনুর রহমান মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের মাঠে চেয়ারম্যান সুমনের সঙ্গে ধস্তাধস্তি করে মাঠে ফেলে দিয়ে প্রকাশ্য বুকে গুলি করে দ্রুত বিদ্যালয় মাঠ থেকে চলে যায়। পরে সুমন হালদারকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. কানিজ ফাতেমা তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন
- ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ অটোরিকশা চালকদের
- বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত
- দৌলতপুরে মাদকাসক্ত ভায়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী নিহত
- দৌলতপুরে মাদকাসক্ত ভায়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী নিহত
- পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু
- পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ, সড়ক-রেলপথ অবরোধ
- ১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
- ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়কের পর রেল অবরোধ, ট্রেন যোগাযোগ বন্ধ নিজস্ব প্রতিবেদক