ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০১:০০ পিএম | আপডেট: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০৫:৪১ পিএম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গুলিতে মো. রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) দিনগত মধ্যরাতে বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে। বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস পিলার এলাকায় গত রাত আনুমানিক ১টার দিকে গরু চোরাকারবারি করতে গেলে রাজু গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে নিহত হয়। তার মরদেহ বর্তমানে বিএসএফের কাছে রয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, আমরাও ঘটনাটা শুনেছি। তবে সে বাংলাদেশি নাকি ইন্ডিয়ান, এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা পতাকা বৈঠকের জন্য তাদেরকে আহ্বান করেছি। পতাকা বৈঠকের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন
- ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ অটোরিকশা চালকদের
- বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত
- দৌলতপুরে মাদকাসক্ত ভায়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী নিহত
- দৌলতপুরে মাদকাসক্ত ভায়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী নিহত
- পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু
- পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ, সড়ক-রেলপথ অবরোধ
- ১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
- ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়কের পর রেল অবরোধ, ট্রেন যোগাযোগ বন্ধ নিজস্ব প্রতিবেদক