দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৬
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০৫:১৭ পিএম | আপডেট: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০৫:১৭ পিএম

দিনাজপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।
আজ শুক্রবার সকাল ৬টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাঁচবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নাবিল পরিবহনের সুপারভাইজার-হেলপার, ট্রাকের চালক ও আরো দু’জন রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার সকাল ৬টার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ী এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের কাছে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের সাথে আম বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাবিল পরিবহনের সুপারভাইজার রাজেশ বাহাদুর, অজ্ঞাত পরিচয়ে হেলপার ও ট্রাকের চালক হাসু (৪০) দুর্ঘটনাস্থলে নিহত হয়েছেন। পরে আহত ২৮ জনকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা গেছেন অজ্ঞাত পরিচয়ে শিশুসহ আরেক যাত্রী।
তিনি আরো জানান, দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। ফারার সার্ভিসের কর্মীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন তারা। পরে পুলিশের রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। নিহতসহ আহতদের পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার একইস্থানে ট্রাকের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছিলেন।
এদিকে দুর্ঘটনার পর এক ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
অপরদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে হতাহতদের খোঁজখবর নেয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খোঁজখবর নেন এবং আহতদের চিকিৎসা সেবা দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আরও পড়ুন
- ২০২৪ সালে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রেকর্ড
- যশোরে অ্যাম্বুল্যান্স-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
- গাজীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
- সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
- সেহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৬
- রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
- ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২