এটাই আমার শেষ ইউরো : রোনালদো
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০৫:২২ পিএম | আপডেট: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০৫:২২ পিএম

ক্যারিয়ারের একেবারে গোধূলি লগ্নে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৩৯। এই বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। তবে এবার অবসরের ইঙ্গিত দিয়েছেন তিনি। চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচ শেষে জানিয়েছেন, এটাই তার শেষ ইউরো।
গতকাল সোমবার (১ জুলাই) ইউরোর শেষ ষোলোর ম্যাচে স্লোভেনিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। এর আগে ম্যাচে পেনাল্টি মিস করে কান্না করেন রোনালদো। ম্যাচ শেষে পেনাল্টি মিস করা প্রসঙ্গে সিআরসেভেন বলেন, ‘প্রথমে বিষয়টি দুঃখের ছিল। তবে শেষে তা আনন্দে রূপ নেয়। ফুটবলে এমনই হয়। মাঝেমধ্যে এমন কিছু মুহূর্ত আসে যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আবার সেটাই সবকিছুই নয়। আমি এ পেনাল্টিকে দারুণ সুযোগ হিসেবে নিয়েছিলাম। তবে ওবালাক এটি রুখে দেয়।’
অবসর প্রসঙ্গে রোনালদো আরও বলেন, ‘এটা অবশ্যই আমার শেষ ইউরো। তবে সেই জন্য আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি না। যেভাবে সকলে আমাদের সমর্থন করছেন, সেটা দেখে আমি আপ্লুত। ভক্তদের বলতে চাই, আমি অত্যন্ত দুঃখিত। এই জার্সিতে আমি সবসময় নিজের সেরাটা দিয়েছি। সারা জীবন সেটাই করে যাব।’
আরও পড়ুন
- বিশ্বচ্যাম্পিয়নদের গোল বন্যায় বিধ্বস্ত ব্রাজিল
- তামিমের হার্টে রিং পরানো হলো, অবস্থার একটু উন্নতি
- মেসিকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
- ম্যাচের ৯৯ মিনিটে ভিনির গোল, ব্রাজিলের রোমাঞ্চকর জয়
- দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, এয়ারপোর্টে সমর্থকদের ভিড়
- ১৭ মাস পর দলে ফিরে আবারো ইনজুরিতে ছিটকে গেলেন নেইমার
- চ্যাম্পিয়ন্স ট্রফি : ফাইনালে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
- মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিকুর রহিম