কোটা বাতিলের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০৫:১৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০৫:১৭ পিএম

সরকারী চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নীলক্ষেত, সাইন্সল্যাব, বাটা সিগনাল হয়ে রাজধানীর শাহবাগ মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
'কোটা না মেধা, মেধা মেধা; হাইকোর্টেও রায়, মানিনা মানিনা; ছাত্রসমাজ গড়বে দেশ, মেধাবিত্তিক বাংলাদেশ' ইত্যাদি স্লোগানে স্লোগানে শাহবাগ মোড় উত্তপ্ত করে রেখেছেন শিক্ষার্থীরা। এসময় শাহবাগ হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ দেখা গেছে।
শাহবাগ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারজিস আলম বলেন, যখনই প্রয়োজন হয়েছেবাং লাদেশকে পথ দেখিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ গড়তে হলে মেধাবীদের নিয়েই গড়তে হবে। স্বাধীনতার ৫৪ বছর পর এই কোটা প্রথার কোন প্রয়োজন নাই। কোটা প্রথা পুনর্বহাল সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন।
আরও পড়ুন
- এসএসসি পরীক্ষা শুরু, ৩৫ দিন দেশের সব কোচিং বন্ধ
- এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল
- আ'লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে মিছিল, কর্মসূচি ঘোষণা
- জাবিতে ২৮৯ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার, বরখাস্ত ৯ শিক্ষক
- ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর
- ধর্ষণের দ্রুততম বিচারের দাবিতে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ঢাবিতে আল্টিমেটাম
- স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ
- আজ থেকে দীর্ঘ ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান