1. »
  2. খেলার মাঠ

বিশ্বকাপের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার প্রথম ফাইনাল

বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ১২:০৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ১২:০৬ পিএম

বিশ্বকাপের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার প্রথম ফাইনাল

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আগামী শনিবার (২৯ জুন) নিজেদের ইতিহাসের প্রথম ফাইনালে ভারত অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

আজ ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিতভাবে শিরোপা জয়ের লড়াইয়ে জায়গা করে নিয়েছে প্রোটিয়ারা।

বিশ্বকাপের নবম আসরে অপরাজিতভাবে ফাইনালে উঠে নতুন এক রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। আগের ৮ আসরে অপরাজিত ভাবে ফাইনালের মঞ্চে আসতে পারেনি কোনো দলই। ফাইনালে জিতলে প্রথম অপরাজিত দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা।

একই রেকর্ডের হাতছানি ভারতেরও। কারণ সেমিতে আসার আগে গ্রুপ পর্ব এবং সুপার এইটের কোনো ম্যাচ হারেনি রোহিত শর্মার দল। অবশ্য এর আগে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জিততে হবে ভারতকে।

এর আগে সেমিফাইনাল মানেই দক্ষিণ আফ্রিকার কাছে ছিল হৃদয়ভাঙার গল্প। ১৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টি আইনের ট্যাজেডি (১ বলে ২২ রান), ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে নাটকীয় টাই আর ২০১৫ সালে নিউজিল্যান্ডের কাছে শেষ ওভারের হার।

এভাবে আইসিসির বৈশ্বিক আসরে ৭বার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। এ জন্য চোকার্সের তকমা জুড়ে যায় প্রোটিয়াদের নামের পাশে। এবার আর তা হয়নি।

স্নায়ু চাপ ধরে রেখে সহজেই আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। আর মাত্র এক জয়। এরপর অপরাজিতভাবে বিশ্বকাপের ঘরে তোলার ইতিহাস গড়বে প্রোটিয়ারা।

শুধু তাই নয় বিশ্বের প্রথম দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিতভাবে শিরোপা জয়ের নতুন রেকর্ডও গড়বে দক্ষিণ আফ্রিকা।