বগুড়ায় কারাগারর ছাদ ফুটো করে ৪ ফাঁসির আসামির পলায়ন, পরে আটক
বুধবার, ২৬ জুন, ২০২৪ ১২:৫৮ পিএম | আপডেট: বুধবার, ২৬ জুন, ২০২৪ ০১:১০ পিএম
বগুড়া জেলা কারাগার থেকে গতকাল গভীর রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে পালিয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সকালে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে আটক করা হয়।
আটকের বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রসাশক সাইফুল ইসলাম।
পালিয়ে যাওয়া আসামিরা হলেন- কুড়িগ্রামের নজরুল ইসলাম (৬৮), নরসিংদীর মো. আমির হামজা (৪১), বগুড়ার মো. জাকারিয়া (৩৪), মো. ফরিদ শেখ (৩০)।
প্রেস ব্রিফিংয়ে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে কারা পুলিশ বিষয়টি টের পায়। এরপর তাদের গ্রেফতার করে গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
চার আসামি পালানোর ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কমিটিতে জেলা পুলিশ, গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না এবং নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন
- সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
- শীতে কাবু পঞ্চগড়, তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা, চলছে গণনা
- পৌষের আগেই তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
- কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ
- হাসনাত-সারজিসকে হত্যাচেষ্ঠার অভিযোগে ঢাবিতে বিক্ষোভ
- পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২ ডিগ্রি
- ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম