বাবা হত্যার বিচার সুনিশ্চিত করতে চাই : ডরিন
বুধবার, ১৯ জুন, ২০২৪ ০২:৩০ পিএম | আপডেট: বুধবার, ১৯ জুন, ২০২৪ ০৩:৩৩ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, আমি আমার বাবার হত্যার বিচার সুনিশ্চিত করতে চাই এবং যারা এই জঘন্যতম অপরাধটি করেছে তাদের সর্বোচ্চ বিচার চাই। এর জন্য যা যা করণীয়, যা যা করতে হবে, আমি আমার বাবার জন্য একজন সন্তান হিসেবে, একজন মেয়ে হিসেবে সবকিছু করবো। আপনারা দেখেছেন আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি সর্বোচ্চটা করার চেষ্টা করছি সবসময়। আমার বাবার হত্যার বিচার করতেই হবে। কালীগঞ্জের মানুষ দেখবে আমার বাবার হত্যার বিচার হয়েছে।
উপজেলার রাখালগাছী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এমপি আনার হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে এমপি কন্যা ডরিন এসব কথা বলেন।
আজ বুধবার (১৯ জুন) দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের রথুনাথপুর বাজারে স্থানে এ মানববন্ধনের আয়োজন করে রাখালগাছী ইউনিয়ন আওয়ামী লীগ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুর ইসলাম আশরাফ বলেন, এমপি আনার হত্যার সঙ্গে জড়িত অনেকে এখন পুলিশের তদন্তের ধরা পড়ছে। এ ছাড়াও যারা এখনও শনাক্ত বা গ্রেপ্তার হয়নি তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, রাখালগাছী ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন
- চার দিনেও জ্ঞান ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির
- ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার
- মোজাম্মেলকে টাকা দিলে সহজেই মিলত মুক্তিযোদ্ধা সনদ
- রাজধানীর আলোচিত সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার গ্রেফতার
- বিএনপির ৮৪৮ নেতাকর্মী হত্যায় হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে মামলা
- গুলশানে টিউলিপের বিলাশবহুল টাওয়ারের খোঁজ পেয়েছে তদন্ত কমিটি
- সিংগাইর থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরে ডিলিট
- ২৮ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীর বিমানবন্দরে গ্রেফতার