1. »
  2. আন্তর্জাতিক
ভারতে লোকসভা নির্বাচনে

বিজেপির শক্ত ঘাঁটি উত্তর প্রদেশে এগিয়ে ইন্ডিয়া জোট

মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ১২:০৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ১২:০৯ পিএম

বিজেপির শক্ত ঘাঁটি উত্তর প্রদেশে এগিয়ে ইন্ডিয়া জোট

ভারতে লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে আছে সবচেয়ে বেশি আসন ৮০টি। অন্য সব জায়গার মতো সেখানেও ভোট গণনা চলছে। সেখানে যে প্রবণতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে তাতে ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এই প্রদেশ। প্রায় তিন ঘণ্টার মতো ভোট গণনা হয়েছে। এ রাজ্যকে বিজেপির বড় ঘাঁটি হিসেবে দেখা হয়। 

গত দুটি নির্বাচনে তারা সে প্রমাণ দিয়েছে। কিন্তু এবারের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে বেশ ভাল টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। এতে আছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। এ পর্যন্ত প্রাপ্ত ফলে দেখা যাচ্ছে এনডিএর চেয়ে ভাল ব্যবধানে এগিয়ে আছে ইন্ডিয়া ব্লক। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে এখানে ৬২ আসনে জয় পায় এনডিএ। তখন তাদের মিত্র ছিল বহুজন সমাজবাদী পার্টি ও সমাজবাদী পার্টি। এই দুই মিত্র যথাক্রমে ১০ ও ৫ আসন পায়। এবার বহুজন সমাজবাদী পার্টি একাই নির্বাচন করেছে। ফলে প্রাথমিকভাবে যে ফল দেখা যাচ্ছে, তাতে তারা খুব ভাল করছে না। 

নির্বাচনে অখিলেশ যাদব নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি ৬২ ও কংগ্রেস ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কংগ্রেসের জন্য এই রাজ্যের দুটি আসন আমেথি ও রাই বেরেলি গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি। সেখানে জয় তাদের জন্য প্রেস্টিজ ইস্যু। আমেথিতে গত নির্বাচনে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু এবার তিনি সেখানে প্রার্থী হননি। অন্য একজনকে প্রার্থী করা হয়েছে সেখানে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি স্মৃতি ইরানির চেয়ে এগিয়ে আছেন। রায়বেরেলিতে এগিয়ে আছেন রাহুল গান্ধী।