ইসরাইলি হামলায় আরো ৯৫ ফিলিস্তিনি নিহত
রবিবার, ২ জুন, ২০২৪ ১২:৫৪ পিএম | আপডেট: রবিবার, ২ জুন, ২০২৪ ১২:৫৪ পিএম
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় আরো ৯৫ ফিলিস্তিনি নিহত ও ৩৫০ জন আহত হয়েছে। গতকাল শনিবার গাজাজুড়ে ইসরাইলের হামলায় এ নিহতের ঘটনা ঘটে।
আজ রোববার আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণে কমপক্ষে ৩৬ হাজার ৩৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, চলমান এ হামলায় ৮২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না’।
এদিকে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, রাফাহ শহরের ‘নিরাপদ অঞ্চলে’ চার দিনের হামলায় ইসরাইলের সামরিক বাহিনী নারী ও শিশুসহ ৬০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে।
সূত্র : আনাদোলু নিউজ এজেন্সি
আরও পড়ুন
- গ্রেফতারি পরোয়ানা জারি : একদিনেই ২৮০০ কোটি ডলার হারালেন আদানি
- উত্তর গাজায় ইসরায়েলি হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত
- লেবাননে সংঘাতে ২শ’র ও বেশি শিশু নিহত : ইউনিসেফ
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ১১১ জন নিহত
- ভারতের মণিপুর রাজ্যে ফের সহিংসতা, কারফিউ জারি
- ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত
- চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় ৩৫ জনের প্রাণহানি