‘বিশ্বকাপ সব সময়ই আমাদের জন্য কঠিন’ : বাশার
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০১:৩৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০১:৩৩ পিএম

বাংলাদেশ জাতীয় দলের এক দশকেরও বেশি সময় ধরে নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হাবিবুল বাশার। ক্রিকেটারদের কাছ থেকে দেখেছেন তিনি। এবার টি ২০ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবীয় কন্ডিশনে বাংলাদেশ ভালো করবে বলে সাবেক এ অধিনায়কের ধারণা। তার সঙ্গে কথোপকথন-
প্রশ্ন: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি ২০ বিশ্বকাপকে কীভাবে দেখছেন?
হাবিবুল বাশার: বিশ্বকাপ সবসময়ই আমাদের জন্য কঠিন। দ্বিপাক্ষিক সিরিজে যতটা ভালো খেলি আমরা, বিশ্বকাপে সেটা হয় না। কখনোই বিশ্বকাপে ভালো খেলতে পারিনি। এ জায়গাটা কঠিন। কী হতে পারে, সেটা এখনই অনুমান করে বলা যাবে না।
প্রশ্ন : কন্ডিশন বিবেচনায় ভালো করার সম্ভাবনা কেমন দেখছেন?
হাবিবুল বাশার: কন্ডিশন একটা ব্যাপার। যুক্তরাষ্ট্রে আগে কখনো খেলা হয়নি বাংলাদেশের। শুনেছি মন্থর উইকেট হবে। এমনটি হলে তো বাংলাদেশ লাভবান হবে। আবার ফ্লাট উইকেট হলে বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে। তবে আমার পূর্বে খেলার অভিজ্ঞতা বলে, ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ভালো করবে। প্রশ্ন: আইপিএলে দুশ’ ছাড়ানো রান হয়েছে একাধিক ম্যাচে।
বিশ্বকাপে কি এর কোনো প্রতিফলন দেখা যাবে?
হাবিবুল বাশার: বিশ্বকাপে মোটেই আইপিএলের মতো রান হবে না। আইপিএলের উইকেট ব্যাটিং সহায়ক। এ ছাড়া বাউন্ডারি ছোট। ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একজন বোলার কিংবা ব্যাটার উঠিয়ে একজন ব্যাটার বা বোলার নামানোর সুযোগ থাকে। এগুলো অনেক পার্থক্য গড়ে দেয়।
আরও পড়ুন
- বিশ্বচ্যাম্পিয়নদের গোল বন্যায় বিধ্বস্ত ব্রাজিল
- তামিমের হার্টে রিং পরানো হলো, অবস্থার একটু উন্নতি
- মেসিকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
- ম্যাচের ৯৯ মিনিটে ভিনির গোল, ব্রাজিলের রোমাঞ্চকর জয়
- দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, এয়ারপোর্টে সমর্থকদের ভিড়
- ১৭ মাস পর দলে ফিরে আবারো ইনজুরিতে ছিটকে গেলেন নেইমার
- চ্যাম্পিয়ন্স ট্রফি : ফাইনালে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
- মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিকুর রহিম