ডিএনএ পরীক্ষার জন্য কলকাতা যাচ্ছেন আজিমের কন্যা ডরিন
বুধবার, ২৯ মে, ২০২৪ ০৬:১৪ পিএম | আপডেট: বুধবার, ২৯ মে, ২০২৪ ০৬:১৪ পিএম

কলকাতার নিউটাউনে সঞ্জিভা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মাংসের টুকরাগুলো আনোয়ারুল আজীম আনারের কি না তার ডিএনএ টেস্টের জন্য কলকাতা যাবেন তার ছোটকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।
তিনি বলেন, উদ্ধারকৃত ‘মাংসের টুকরোগুলো’ ডিএনএ টেস্টে প্রমাণ হতে হবে। প্রমাণ না হওয়া পর্যন্ত আমার পরিবার মেনে নেবে না।
আজ বুধবার (২৯ মে) সকাল ১১টার দিকে মধুগঞ্জ বাজারের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে ডরিন এ কথা বলেন।
তিনি আরো বলেন, গণমাধ্যমে কলকাতার নিউটাউনে সঞ্জিভা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরো উদ্ধারের খবর জেনে আমি মঙ্গলবার রাতে বাংলাদেশের ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে ফোন ও ম্যাসেজ করি। পরে তিনি ফোন দিয়ে বিস্তারিত জানান।
কলকাতায় তার সঙ্গে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) এম এ রউফ ও তার চাচা যাবেন। আজ বুধবার তারা ঢাকাতে যাবেন, আজ রাতে বা আগামীকাল বৃহস্পতিবার তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হতে পারেন।
গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান আনোয়ারুল আজীম। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপরই নিখোঁজ হন তিনি।
বাড়ি থেকে বের হওয়ার পাঁচদিন পর গত ১৮ মে বরাহনগর থানায় আনোয়ারুল আজীমের নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও তিনবারের এই সংসদ সদস্যের খোঁজ পাওয়া যায়নি। এরই মধ্যে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় একটি আবাসিক ভবনে আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ঘরের ভেতরেও পাওয়া যায় রক্তের ছাপ। তবে সেখানে তার লাশ মেলেনি।
এদিকে আনোয়ারুল আজীম আনার ভারতে খুন হওয়ার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে তার বন্ধু গোপাল আত্মগোপন করেছেন বলে একাধিক সূত্র জানায়।
আরও পড়ুন
- চার দিনেও জ্ঞান ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির
- ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার
- মোজাম্মেলকে টাকা দিলে সহজেই মিলত মুক্তিযোদ্ধা সনদ
- রাজধানীর আলোচিত সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার গ্রেফতার
- বিএনপির ৮৪৮ নেতাকর্মী হত্যায় হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে মামলা
- গুলশানে টিউলিপের বিলাশবহুল টাওয়ারের খোঁজ পেয়েছে তদন্ত কমিটি
- সিংগাইর থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরে ডিলিট
- ২৮ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীর বিমানবন্দরে গ্রেফতার