কুমিল্লায় হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
রবিবার, ১২ মে, ২০২৪ ০৪:৩১ পিএম | আপডেট: রবিবার, ১২ মে, ২০২৪ ০৪:৩১ পিএম
![কুমিল্লায় হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন](https://www.bdpress.net/uploads/news/IMG-20240512-WA0068-2405120947.jpg)
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলায় নয়জনকে মৃত্যুদণ্ড, নয়জনকে যাবজ্জীবন এবং পাঁচজনকে খালাস দিয়েছে আদালত।
আজ রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম এই তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ জানুয়ারি আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছমাইল হোসেন বাচ্চুর বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় জামাল উদ্দিনকে বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণ করে এলাকার একটি নির্মাণাধীন বাড়ির ভেতর নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের বড় বোন জোহরা আক্তার ২১ জনকে নামীয় এবং কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে এজহার নামীয় ২১ জন ও তদন্তে প্রাপ্ত দুজনসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
এ মামলায় ৪৩ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষ্য প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কফিল উদ্দিন ছাড়া বাকিরা সবাই পলাতক রয়েছেন।
নিহতের বড় বোন জোহরা আক্তার ও ছাবেরা আক্তার বলেন, ‘আমরা এই রায়ে খুশি। পলাতক আসামিদের গ্রেফতার করে দ্রুত রায় কার্যকরের আবেদন জানাচ্ছি।’
আরও পড়ুন
- ফের রিমান্ডে সালমান-পলক-সামস-মামুন
- গণহত্যায় জড়িত ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, কনস্টেবন সুজনের রিমান্ড
- হাসিনাকে হত্যাচেষ্টা মামলা : ফাঁসির সাজাপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস
- আনুসন্ধান চলাকালে বিচারপতি সাহেদের পদত্যাগ
- ইভ্যালির রাসেলর ও তার স্ত্রীর ২ বছরের কারাদন্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
- হত্যা মামলায় ফের রিমান্ডে সালমান এফ রহমান
- সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট
- ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড