আফগানিস্তানে আকস্মিক বন্যায় দুই শতাধিক নিহত : জাতিসঙ্ঘ
শনিবার, ১১ মে, ২০২৪ ০৫:৩৫ পিএম | আপডেট: শনিবার, ১১ মে, ২০২৪ ০৫:৩৫ পিএম
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানে আকস্মিক বন্যায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।
আজ শনিবার জাতিসঙ্ঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানি গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, আইওএম জানিয়েছে, গতকাল শুক্রবার ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে বাঘলান প্রদেশে দুই শতাধিক মানুষ নিহত হয়। এছাড়া হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিসংখ্যান উদ্ধৃত করে আইওএম জানিয়েছে, শুধুমাত্র বাঘলানে জাদিদ জেলাতেই দেড় হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া শতাধিক নাগরিক নিহত হয়েছে।
অবশ্য ক্ষমতাসীন তালেবান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাত পর্যন্ত ৬২ জন মারা গেছে।
এদিকে, আরো কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, শনিবার উত্তরাঞ্চলের তাকহার প্রদেশে বন্যায় ২০ জন প্রাণ হারিয়েছেন।
শুক্রবারের বৃষ্টিতে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশ, মধ্য ঘোর প্রদেশ এবং পশ্চিম হেরাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। তারা আহত ও আটকে পড়া লোকদের উদ্ধারে কাজ করছে।
আফগানিস্তানে গত শীত মৌসুমটি শুষ্ক ছিল। ফলে সেখানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মাটি শুষে নিতে পারছে না। দেশটি জলবায়ু পরিবর্তনের ব্যাপক হুমকিতে ছিল। যার ফলাফল এখন বাস্তবে দেখা যাচ্ছে।
সূত্র : ডন
আরও পড়ুন
- পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলা, নিহত ৪২
- গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বোমা ও গুলিতে ৭১ জন নিহত
- ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে পুতিনের হুঁশিয়ারি
- আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল করল কেনিয়া
- গ্রেফতারি পরোয়ানা জারি : একদিনেই ২৮০০ কোটি ডলার হারালেন আদানি
- উত্তর গাজায় ইসরায়েলি হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত
- লেবাননে সংঘাতে ২শ’র ও বেশি শিশু নিহত : ইউনিসেফ
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ১১১ জন নিহত