পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ১২:৪১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০১:৪৫ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুইজন পাইলট আহত হয়েছে। এর মধ্যে একজন পাইলট গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি ইয়াকোভলেভ ইয়াক-১৩০ মডেলের।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার স্পষ্ট কারণ জানা যায়নি। তবে সূত্র বলছে, জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানের নিচের অংশে আগুন ধরে যায়।
জানতে চাইলে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার সময় প্রশিক্ষণ বিমানটির দুজন পাইলট প্যারাস্যুটের সাহায্যে রক্ষা পেয়েছেন।
সদরঘাট নৌ পুলিশ জানায়, কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে। সদরঘাট নৌ পুলিশ তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।
এক ভিডিওতে দেখা গেছে, উড়ন্ত অবস্থায় আগুন দ্রুত ছড়িয়ে গেলে বিমানটি পানিতে পড়ে যায়। পানিতে পড়ার আগে বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়।
আরও পড়ুন
- ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় নিহত ৩২২ জন : যাত্রী কল্যাণ সমিতি
- ২০২৪ সালে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রেকর্ড
- যশোরে অ্যাম্বুল্যান্স-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
- গাজীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
- সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
- সেহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৬
- রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
- ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০