পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২০
শুক্রবার, ৩ মে, ২০২৪ ১২:০০ পিএম | আপডেট: শুক্রবার, ৩ মে, ২০২৪ ০২:৪৪ পিএম
পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানের দিয়ামের জেলার প্রত্যন্ত অঞ্চলে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে কমপক্ষে ২০ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (৩ মে) পাকিস্তানি পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দিয়ামের কারাকোরাম হাইওয়ের যশোখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। এ সময় এতে ৩৮ জনের মতো যাত্রী ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার দল পাঠানো হয়েছে। আহত ব্যক্তি ও মরদেহ চিলাসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক।
দিয়ামের জেলা প্রশাসক ফাইয়াজ আহমেদ জিও নিউজকে বলেছেন, আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর। দুজনকে গিলগিট শহরে স্থানান্তরিত করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। এতে সেনা হেলিকপ্টারও অংশ নিয়েছিল। হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন বলেও যোগ করেন ডিসি।
ফাইয়াজ আহমেদ বলেন, চিলাস শহর থেকে ২০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। অতিরিক্ত গতি বা বাঁক নেওয়ার সময় বাসটি এই দুর্ঘটনার শিকার হয়েছে।
বাস দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি হওয়ায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আরও পড়ুন
- গ্রেফতারি পরোয়ানা জারি : একদিনেই ২৮০০ কোটি ডলার হারালেন আদানি
- উত্তর গাজায় ইসরায়েলি হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত
- লেবাননে সংঘাতে ২শ’র ও বেশি শিশু নিহত : ইউনিসেফ
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ১১১ জন নিহত
- ভারতের মণিপুর রাজ্যে ফের সহিংসতা, কারফিউ জারি
- ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত
- চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় ৩৫ জনের প্রাণহানি