1. »
  2. আন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরাইলি হামলায় নিহত ৩৪৫৩৫

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০৫:৪৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০৫:৪৮ পিএম

ফিলিস্তিনে ইসরাইলি হামলায় নিহত ৩৪৫৩৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত অক্টোবর থেকে প্রায় সাত মাস ধরে ইসরাইলি অব্যাহত হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৩৫ জন।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরো ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মধ্যদিয়ে এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ৭৭ হাজার ৭০৪ জন আহত হয়েছে।

গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়েছে ১০ হাজারের বেশি লাশ। যার ফলে নানা ধরনের রোগব্যাধি ও মহামারি বিস্তার লাভের আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক এক্স বার্তায় এ কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত হয়েছে গাজার শত শত ভবন। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। তাদের লাশ থেকে নানা ধরনের রোগব্যাধি ও মহামারি বিস্তার হতে শুরু করেছে। বিশেষ করে গ্রীষ্ম শুরু হয়ে যাওয়া এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে লাশে দ্রুত পঁচন ধরে যাচ্ছে।

সূত্র : এএফপি, আলজাজিরা