চলতি বছরেই ফের বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০৫:৫৯ পিএম | আপডেট: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০৬:০৩ পিএম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ফের বিয়ে করতে যাচ্ছেন। তার পারিবারিকসূত্রে জানা গেছে চলতি বছরের শেষের দিকে বিয়ে করবেন শাকিব খান।
কয়েক বছর ধরেই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এ নায়ক। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরবর্তীতে চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে দুজনের সঙ্গেই শাকিব খানের বিচ্ছেদ হয়েছে। শুধু তাই নয়, বুবলীর সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। বর্তমানে তিনজনই আলাদা জীবনযাপন করছেন।
এদিকে শাকিবকে কেন্দ্র করে এই দুই নায়িকা মাঝেমধ্যেই বাদানুবাদে জড়াচ্ছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছে। তাদের এমন কাণ্ডে বিরক্ত শাকিব খান ও তার পরিবার। এমন পরিস্থিতিতে এবার খবর রটেছে, শাকিব খানকে আবারও বিয়ে দিতে চায় তার পরিবার। ইতোমধ্যে শাকিবের মতামত নিয়ে তার মা, বাবা, বোন, বোনজামাই সবাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন।
নায়কের একটি পারিবারিকসূত্র জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে বিয়ে করবেন শাকিব খান। এদিকে পারিবারিকভাবে বিয়ে করার জন্য নায়কেরও সম্মতি রয়েছে। তাই পরিবার চাচ্ছে দ্রুতই শাকিবের বিয়ের শুভ কাজটি সারতে।
আরও পড়ুন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
- পরীমনি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ভারতের ভিসা পেলেন না পরীমণি
- গোপনে দেশ ত্যাগের সময় বিমানাবন্দরে চিত্রনায়িকা নিপুন আটক
- ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র, দেয়া হবে কবর
- দ্বিতীয় বিয়ে করলেন গায়ক-অভিনেতা তাহসান খান
- মারা গেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান
- দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার