ট্রেনে কাটা পড়ে বাম পায়ের সব আঙ্গুল হারালেন অধ্যাপক আনু মুহাম্মদ
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ১২:৫৬ পিএম | আপডেট: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ১২:৫৬ পিএম

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে পায়ের আঙ্গুল কাটা কাটা পড়ে আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তেল, গ্যাস, খনিজ সম্পদ-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।
আজ রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকের ওই দুর্ঘটনায় তার বাম পায়ের সব আঙ্গুল কাটা পড়ে বলে জানা গেছে।
জানা যায়, খিলগাঁওয়ে ট্রেনে বা পায়ের আঙ্গুল কেটে যাওয়ার পর দ্রুত আনু মুহাম্মদকে নেওয়া হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। সেখানেই তার চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, বাম পায়ে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের পাঁচটি আঙুলই কাটা পড়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- ২০২৪ সালে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রেকর্ড
- যশোরে অ্যাম্বুল্যান্স-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
- গাজীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
- সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
- সেহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৬
- রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
- ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২