মধ্যরাতে ইন্টারনেট ধীরগতি থাকবে ১ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ১২:৫১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০১:৫২ পিএম
দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ এর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ইন্টারনেটে ধীরগতি থাকবে আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মধ্যরাত। দিনগত রাত ৩টা থেকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ইঞ্জিনিয়ার, টেকনেশিয়ান ও সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে এ কাজ শুরু হবে।
বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএসসিপিএলসি। এতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ চলবে ভোররাত ৪টা পর্যন্ত। ফলে এক ঘণ্টা সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ এর ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। এতে সারাদেশে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ধীরগতি কিংবা কোথাও কোথাও সংযোগ বিচ্ছিন্ন থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে কাজ চলার সময়ে একেবারেই অচলাবস্থা তৈরি হবে না কোথাও। এসময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ এর মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।
আরও পড়ুন
- ২ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে ইমো
- আইসিটি বিভাগের ফেসবুক-ইউটিউব বন্ধ, পাসওয়ার্ড জানেন শুধু পলক
- বন্যা কবলিত কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে টেলিযোগাযোগ সেবার উন্নতি
- ইন্টারনেট বন্ধের রিপোর্ট পাওয়া যাবে আজ : নাহিদ
- আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর জন্য দায়ী ফেসবুক : পলক
- দেশজুড়ে ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে আজ
- মোবাইলের কল রেট বাড়লো, কার্যকর আজই
- মোবাইল ইন্টারনেট গতিতে আরও ৬ ধাপ পেছালো বাংলাদেশ