সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে বাউল শিল্পীসহ নিহত ২
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ১২:০০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০১:৪১ পিএম
সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজে বাস ও সিএনজির মুখামুখি সংঘর্ষে বাউল শিল্পী পাগল হাসানসহ দু’জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সুরমা ব্রিজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়।
নিহতরা হলেন উপজেলার শিমুলতলা (মুক্তিরগাঁও) গ্রামের বাউল শিল্পী পাগল হাসান ও আহাদ আলীর ছেলে ছাত্তার মিয়া (৫২)।
আহতরা হলেন একই গ্রামের সিরাজ আলীর ছেলে রুকন মিয়া (৩০), কাদির মিয়ার ছেলে লায়েস মিয়া (৩৫) ও জাহাঙ্গীর মিয়া (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক ফায়ার স্টেশনের লিডার শাহীনুর আলম পাভেল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারাবাজার অঞ্চল হতে সুরমা ব্রিজের দক্ষিণ পাশ থেকে একটি সিএনজিতে পাঁচজন যাত্রী নিয়ে ছাতক আসছিল। সিএনজি ব্রিজ পার হলে উত্তর পাশ থেকে আসা খালি বাসের সাথে মুখামুখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ছাতক ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু'জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এতে আহত তিনজনকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আরও পড়ুন
- টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭
- সাতক্ষীরায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, হতাহত অর্ধশতাধিক
- দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১
- বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু
- বঙ্গোপসাগরে এলপিজি বহনকারী জাহাজে ভয়াবহ আগুন