রোজায় খোলা থাকছে স্কুল
মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ১২:৩৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০৫:২৭ পিএম

পবিত্র রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে রমজানে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল থাকছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দিয়ে পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম ১৫ দিন চালু রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা গতকাল চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। অন্যদিকে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ, সঙ্গে ছিলেন আইনজীবী মাহমুদা খানম।
পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছে, তা আগামীকাল (আজ) পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন চেম্বার আদালত।
আরও পড়ুন
- আ'লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে মিছিল, কর্মসূচি ঘোষণা
- জাবিতে ২৮৯ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার, বরখাস্ত ৯ শিক্ষক
- ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর
- ধর্ষণের দ্রুততম বিচারের দাবিতে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ঢাবিতে আল্টিমেটাম
- স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ
- আজ থেকে দীর্ঘ ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান
- বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
- হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা