ঢাবি উপাচার্যের বাংলো থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:৪৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:৪৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাংলোর সীমানা প্রাচীরের ভিতর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় উপাচার্য ভবনের ভিতরে সীমানা প্রাচীরের কাছ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। এরপর শাহবাগ থানা পুলিশের সহায়তায় তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান।
তিনি বলেন, ভিসি স্যারের বাংলোর দেয়াল ঘেঁষে ভিতরে দুপুর সোয়া ১২টার দিকে একটি নবজাতকের লাশ পাওয়া গেছে। একটা লোক বাইরে থেকে কোথাও রাখতে চাচ্ছিল নবজাতকের লাশটা, ওই জায়গাটা ফাঁকা পেয়ে দেয়ালের বাইরে থেকে ঢিল দিয়ে ভেতরের দিকে ফেলেছে।
তিনি বলেন, ওই লোকটাকে ধরার চেষ্টা চলছে। পুলিশের কাছে তথ্য দেওয়া হয়েছে, তারা এটা তদন্ত করছে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অধ্যাপক মাকসুদুর রহমান আরও বলেন, লোকটা হয়তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত নবজাতকের ডেড বডি নিয়ে কোনো একটা জায়গায় ফেলতে চেয়েছে। কিন্তু, মানুষের কোলাহল থাকায় কোথাও ফেলতে পারেনি। এই জায়গাটা ফাঁকা পেয়েছে, তাই হয়তো এই জায়গাটায় ফেলেছে।
আরও পড়ুন
- ইবি কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
- শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে : শিক্ষা উপদেষ্টা
- এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল
- রাবিতে পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন
- ঢাবিতে পোষ্য ও খেলোয়াড় কোটা কেন বাতিল নয় : হাইকোর্ট
- প্রাথমিকে থাকছে না পোষ্য কোটা : উপদেষ্টা
- সংকট কাটিয়ে সম্ভাবনার নতুন স্বপ্ন রাকসু ঘিরে
- ৪৭ বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর, শূন্যপদ ৩৬৮৮