মীর হামজার ডেইলি ষ্টার এওয়ার্ড প্রাপ্তি
শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৫:২০ পিএম | আপডেট: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৫:৪৬ পিএম
মীর মোহাম্মদ হামজা নাসির কেমব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ডের অধীনে ও লেভেল পরীক্ষায় ম্যাথেমেটিকস, এডভান্স ম্যাথমেটিকস, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এ ২০২৩ সালে A গ্রেড পাওয়ায় The Daily Star কর্তৃক আয়োজিত The Daily Star O&A Level Award মনোনীত হয়েছেন।
হামজা বিশিষ্ঠ রাজনীতিবিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও নওশীন আরজান হেলালের জ্যেষ্ঠ পুত্র, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, সাবেক চসিক মেয়র ও রাষ্ট্রদূত অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও মরহুমা ডালিয়া নাজনীন নাছির এর পৌত্র এবং চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মরহুম নুরুজ্জামান চৌধুরী ও শওকত আরা চৌধুরীর দৌহিত্র।
বর্তমানে তিনি কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি ও ফিজিক্স সাবজেক্টের উপর কেমব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ডের অধীনে A Level এ অধ্যায়নরত।
ভবিষ্যতে হামজা এস্ট্রোফিজিক্স, এয়ারো ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ডাটা এনালাইসিসের উপর উচ্চতর পড়াশোনা করার আগ্রহ পোষণ করেন।
মীর হামজা সকলের দোয়া প্রার্থী।
আরও পড়ুন
- ইবি কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
- শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে : শিক্ষা উপদেষ্টা
- এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল
- রাবিতে পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন
- ঢাবিতে পোষ্য ও খেলোয়াড় কোটা কেন বাতিল নয় : হাইকোর্ট
- প্রাথমিকে থাকছে না পোষ্য কোটা : উপদেষ্টা
- সংকট কাটিয়ে সম্ভাবনার নতুন স্বপ্ন রাকসু ঘিরে
- ৪৭ বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর, শূন্যপদ ৩৬৮৮